Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নলুয়া ইউনিয়নের ইতিহাস

    লোক মুখে কথিত শত শত বছর আগে উক্ত এলাকা নল বন দ্বারা ঢাকা ছিল । এই এলাকায় কোন বসতি ছিল না। সম্পূর্ণ এলাকা নল খাগড়া দ্বারা  আচ্ছাদিত ছিল । ক্রমান্বয়ে  যখন  মানুষের বসবাস শুরু হয়, তখন উক্ত এলাকা নলুয়া নামে পরিচিতি লাভ করে। কারো কারো মতে সাংগু নদীতে বড় বড় জাহাজ চলত । জাহাজের নোঙ্গর এই এলাকায় ফেলত বলে এর নাম নলুয়া নামে প্রচলিত হয়।

 

১৯৫০ সালে পাকিস্তান শাসনামলে গ্রাম প্রেসিডেন্ট এর পদকে ইউনিয়ন চেয়ারম্যান পদবী ঘোষণা করা হয়। ১৯৭১ এ বাংলাদেশ স্বাধীন হবার পর পরবর্তী সময়ে বিভিন্ন চেয়ারম্যান বৃন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ১৯৮৫ সালে প্রশাসনিক কাজের সুবিধার্থে তৎকালীন প্রশাসক কয়েকটি মৌজায় পৃথক করে  আলাদা ইউনিয়ন গঠন করা হয়। বর্তমানে ০৩টি ছোট গ্রাম মিলিয়েই নলূয়া ইউনিয়ন পরিষদ।